তুরস্কের ইজমির শহরের কাছে একটি পুলিশ স্টেশনে সশস্ত্র হামলায় দুই কর্মকর্তা নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। সোমবার বালচোভা জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “বালচোভা পুলিশ স্টেশনে সংঘটিত নৃশংস হামলায় দুই কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত। হামলার সন্দেহভাজন ১৬ বছর বয়সী ই বি-কে গ্রেপ্তার করা হয়েছে।”
ইজমির প্রদেশের গভর্নর সুলেমান এলবান তুর্কি গণমাধ্যমকে জানান, অভিযুক্ত কিশোর একই রাস্তায় বসবাস করত এবং গ্রেপ্তারের সময় আহত হয়। তিনি আরও জানান, কিশোরটির কোনো পূর্ব অপরাধ রেকর্ড নেই।
গভর্নর এলবান বলেন, “ঘটনাস্থলে প্রচুর খালি শটগানের খোসা পাওয়া গেছে। হামলায় ব্যবহৃত অস্ত্রটি ছিল একটি শটগান, যা তার বাবা ১০ বছর আগে কিনেছিলেন।” স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়, হামলাকারী একটি লং-ব্যারেল বন্দুক বা পাম্প-অ্যাকশন শটগান ব্যবহার করেছিলেন।
হামলার কারণ এখনো স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিও ফুটেজে দেখা যায়, কালো পোশাক ও মুখোশ পরা একজন বন্দুকধারী দৌড়ে একটি ভবনে প্রবেশ করছে। অন্য এক ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা সন্দেহভাজনকে চিকিৎসকরা সেবা দিচ্ছেন। আরেকটি ভিডিওতে সাধারণ মানুষ তাকে পুলিশের গাড়িতে তুলতে সাহায্য করছে।
ঘটনার পর পুলিশ পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। বিচারমন্ত্রী ইয়িলমাজ তুঞ্চ জানান, আট সদস্যের প্রসিকিউটর টিম নিয়ে তদন্ত শুরু হয়েছে। বিভিন্ন মন্ত্রী এ হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।