দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আগ্রহী রপ্তানিকারকদের আগামী ১১ সেপ্টেম্বর অফিস সময়ের মধ্যে (বিকেল ৫টার মধ্যে) নতুন করে লিখিত আবেদন জমা দিতে হবে। এতে আরও উল্লেখ করা হয়, পূর্বে আমন্ত্রণ ছাড়া যারা আবেদন করেছিলেন, তাদেরও পুনরায় আবেদন করতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রপ্তানির ক্ষেত্রে প্রতি কেজি ইলিশের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১২ দশমিক ৫ ডলার।
ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা উপলক্ষে ইলিশের চাহিদা সবচেয়ে বেশি থাকে। প্রতি বছর বাংলাদেশ থেকে এ সময় ইলিশ রপ্তানি করা হয়।
বাংলাদেশি ইলিশের স্বাদ ও মানের কারণে পশ্চিমবঙ্গে এটি বিশেষভাবে জনপ্রিয়। ফলে দুর্গাপূজার আগে ইলিশ রপ্তানি দুই দেশের মানুষের মধ্যে উৎসবের আমেজ বাড়ায়।
সরকারি অনুমোদনের পর রপ্তানিকারকদের আবেদন যাচাই করে অনুমোদিত তালিকা প্রকাশ করা হবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।