Tuesday, September 9, 2025
Homeআন্তর্জাতিকলাভরভ: সবার সঙ্গে সৎ সংলাপে প্রস্তুত রাশিয়া

লাভরভ: সবার সঙ্গে সৎ সংলাপে প্রস্তুত রাশিয়া

মস্কোতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় রুশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, মস্কো সবার সঙ্গে সৎ সংলাপে প্রস্তুত এবং কোনো ধরনের দেয়াল তুলে আলাদা হতে চায় না। সোমবার মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্স (এমজিআইএমও)-এর শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।

লাভরভ বলেন, “আমরা একটি ছোট গ্রহে বসবাস করি। বার্লিন প্রাচীর বা শর্তসাপেক্ষ দেয়াল তুলে নিজেদের বিচ্ছিন্ন করা পশ্চিমা ধাঁচের পদ্ধতি ছিল। আমরা কোনো দেয়াল তুলতে চাই না।”

তিনি আরও জানান, “আমরা সৎভাবে কাজ করতে চাই। আর আমাদের আলোচনার অংশীদাররাও যদি সমান মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে একইভাবে এগিয়ে আসেন, তবে আমরা সবার সঙ্গে আলোচনায় প্রস্তুত।”

রুশ পররাষ্ট্রমন্ত্রীর মতে, এটি আলাস্কায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনায় স্পষ্ট হয়েছে। তিনি উল্লেখ করেন, “বর্তমান মার্কিন প্রশাসন ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়কার প্রশাসনের মধ্যে পার্থক্য রয়েছে। বর্তমান নেতৃত্ব শুধু শোনার জন্য নয়, বোঝার জন্যও আগ্রহী।”

লাভরভ বলেন, আলাস্কার আলোচনায় ট্রাম্প ও তার দল দেখিয়েছেন যে সব ধরনের সমস্যা সমাধান করা সম্ভব, এমনকি ইউক্রেন সংকটও, যদি সংশ্লিষ্ট সব পক্ষের বৈধ জাতীয় স্বার্থকে সম্মান জানানো হয়। তার ভাষায়, ইউক্রেন সংকটের ক্ষেত্রে এর মানে হলো “সংকটের মূল কারণ দূর করা।”

এ সময় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভবিষ্যৎ বহুমেরু বিশ্বের পূর্বাভাসের কথাও স্মরণ করিয়ে দেন।

লাভরভের এই বক্তব্যকে রাশিয়ার কূটনৈতিক অবস্থানের অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে তারা পশ্চিমাদের সঙ্গে বৈরিতা নয় বরং আলোচনার মাধ্যমে অগ্রসর হতে চায়।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • রাশিয়া

RELATED NEWS

Latest News