মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করা ৯৮ জন বাংলাদেশিকে শুক্রবার ভোরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত পাঠানো হয়েছে। প্রয়োজনীয় নথি প্রদর্শনে ব্যর্থ হওয়ায় তাদের প্রবেশে বাধা দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একে পিএস)।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার খবরে বলা হয়েছে, শুক্রবার রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিমানবন্দরে ১৮১ জন বিদেশিকে তল্লাশি করা হয়। এর মধ্যে বাংলাদেশিদের নথি ত্রুটি ধরা পড়ে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় অনেক যাত্রী ভুয়া হোটেল বুকিং ব্যবহার করেছেন। কারও কাছে ফেরত টিকিট ছিল না। আবার কেউ প্রমাণ করতে পারেননি যে মালয়েশিয়ায় অবস্থানের জন্য পর্যাপ্ত অর্থ তাদের সঙ্গে রয়েছে।
একে পিএস-এর বক্তব্যে বলা হয়, রাতের ফ্লাইটে আসা যাত্রীরা ভেবেছিলেন নিরাপত্তা তল্লাশি তুলনামূলক শিথিল থাকবে। তাই তারা রাতের বেলায় মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেছিলেন। কিন্তু কঠোর স্ক্রিনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের পরিচয় ও নথি যাচাই করা হয়।
মালয়েশিয়ার কর্মকর্তারা বলেন, এই যাত্রীরা ভুল ধারণা থেকে বিশ্বাস করেছিলেন যে এভাবে তারা দেশে প্রবেশ করে অবৈধভাবে কাজ করতে পারবেন। তবে কড়াকড়ি নিরাপত্তার কারণে তা সম্ভব হয়নি।
বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে সাম্প্রতিক সময়ে নানা জটিলতা দেখা দিয়েছে। কর্মসংস্থান ও অভিবাসন নীতি কঠোর হওয়ায় বিমানবন্দরে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।