Tuesday, July 15, 2025
Homeজাতীয়৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৫৮ জন

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৫৮ জন

উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন, ক্যাডার নেওয়া হবে ২ হাজার ৩০৯ জন

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী।

বুধবার রাত ১০টার দিকে পিএসসির ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। কমিশনের অনুমোদনক্রমে পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্য থেকে ৬ হাজার ৫৫৮ জন সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

কমিশন জানিয়েছে, লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও সংশ্লিষ্ট তথ্যাবলি পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে কমিশন।

উল্লেখ্য, ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন তিন লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী।

এরপর ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। মাত্র ১৭ দিনের মধ্যে প্রিলির ফল প্রকাশ করা হয় এবং এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

লিখিত পরীক্ষার তারিখ প্রথমে ২০২৩ সালের নভেম্বর নির্ধারণ করা হলেও, দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে পরীক্ষার্থীরা তা পেছানোর দাবি জানান। ফলে তা পিছিয়ে ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হয়।

পরীক্ষা শেষে প্রায় সাড়ে ১৬ মাস পর ফলাফল প্রকাশ করা হলো।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জনকে ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নন-ক্যাডারে ১ হাজার ২২ জন প্রার্থীকে নিয়োগের পরিকল্পনা রয়েছে।

ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে উত্তীর্ণদের মধ্যে চূড়ান্ত নিয়োগের প্রস্তুতি নিতে আগ্রহ দেখা যাচ্ছে। আগামী দিনে মৌখিক পরীক্ষা ও অন্যান্য ধাপগুলো শেষ করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করবে কমিশন।

RELATED NEWS

Latest News