এ বছরের হজ মৌসুমে সৌদি আরবে এখন পর্যন্ত ২৩ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ‘হজ-২০২৫’ ব্যবস্থাপনা পোর্টালের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ জন পুরুষ ও ২ জন নারী। এর মধ্যে মক্কায় ১৫ জন, মদিনায় ৭ জন এবং আরাফাতে ১ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে সৌদি আরবে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন আরও ২৩ জন বাংলাদেশি হাজি। বাংলাদেশ হজ অফিস জানিয়েছে, এ পর্যন্ত মোট ১৯৩ জন হাজি এসব হাসপাতালে চিকিৎসা সেবা পেয়েছেন।
এদিকে হজ পালন শেষে বাংলাদেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। গত দুই দিনে ২২টি ফিরতি ফ্লাইটে ৮ হাজার ৬০৬ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।
সরকারি ব্যবস্থাপনায় ৮৩৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৭৬৯ জন হাজি দেশে ফিরেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চলতি বছর হজ অনুষ্ঠিত হয়েছে ৫ জুন। ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ১০ জুন মঙ্গলবার থেকে।
বুধবার রাত পর্যন্ত বিমানের ৪টি ফ্লাইটে ১ হাজার ৪০৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩ হাজার ১৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১০টি ফ্লাইটে ৪ হাজার ১২ জন হাজি দেশে ফিরেছেন।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১০ জুলাই পর্যন্ত ফিরতি ফ্লাইট চলবে। এই সময়ের মধ্যে বাকি হাজিরাও পর্যায়ক্রমে দেশে ফিরবেন।
হজযাত্রী ও তাদের পরিবারের জন্য মন্ত্রণালয় থেকে নিয়মিত আপডেট জানানো হচ্ছে। একই সঙ্গে হাজিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ হজ মিশন ও বিমানবন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।